Thursday, August 31, 2006

আজ ব্লগ দিবস


আজ ব্লগ দিবস ।

তথ্যপ্রযুক্তির পথে পথ চলা

সেই ১৯৯৮ সালে হাতে খড়ি কম্পিউটারে । তখন কেবল শিখছি চালু করা বন্ধ করা , টুকটাক লেখালেখি ইত্যাদি । বাংলা লেখার জন্য বিজয় শিখেছি কারণ এটাই তখন সবচেয়ে জনপ্রিয় । তখন মাঝে মাঝে মনে হতো এই যে উইন্ডোজ ব্যাবহার করি এর সব মেনু সব কিছু english এ । ঈশ এগুলো যদি বাংলায় দেখতে পেতাম !!!!!!!!! তখনও রাজশাহী তে ইন্টারনেট সুলভ হয়নি । অন্তত: আমার নাগালের মধ্যে আসেনি । সন্ধানীর অফিস রুমে রাখা সেই AMD K6 450Mhz প্রসেসরের ক্মপিউটার দিয়ে যাত্রা শুরু করি । তখন ফার্ষ্ট ইয়ার ; সবচেয়ে জুনিয়র তাই যখন খুশী তখন কম্পিউটার রুমের চাবি নিয়ে একা একা ভ্রমন করতে থাকি সিলিকন জগতে ।

এরপর রাজশাহীতে ইন্টারনেট এলো ২ টাকা মিনিট !!!!!! ঘন্টা ১২০ টাকা । মাথায় হাত । একদিন গেলাম সাহেব বাজারের chartered computer এ । yahoo এর সাইট খুলে অধীর আগ্রহে বসে আছি ... কত সময় যে লাগে লোড হতে!!!!!!!!!!!!!!!!১১ একটা ইমেইল একাউন্ট খুলে ফেললাম । বাপরে !! বিল দিতে গিয়ে দেখি ইতিমধ্যে আমার বিল হয়েছে ১২০ টাকা । বুঝলাম এখনও সময় হয়নি । আরও ৩ মাস কেটে গেল তখন আনন্দ মাল্টিমিডিয়ার রেজা ভাই রাজশাহী শাখা নিউমার্কেটের কাছেই একটা সাইবার ক্যাফে খুললেন .. ঘন্টা প্রতি ৪৫ টাকা করে । এবার মনে হলো কিছুটা হাতের নাগালে .... তারপর ধীরে ধীরে লক্ষীপুর মোড়ে কম্পিউটার ওয়ার্ল্ড নিয়ে এলো ৩০টাকা ...সহ্য সীমার মধ্যে । তাছাড়া আমার যাতায়ত খরচ ও কমে এল । আরও পরে উপশহরে একটা ক্যাফে নিয়ে এল ১৫ টাকা/ঘন্টা । আবার দৌড়ালাম সেখানে । ২০০২ এ লক্ষীপুর মোড়ে এল বি.কে সাইবার ক্যাফে । ততদিনে রাজশাহীতে ব্রডব্যান্ড নাচানাচি করছে । মানে ওই কেবল আর কি । তবুও ডায়াল আপ থেকে তো মুক্তি ।

এর পর বি,কে এর শওকত এবং অন্যান্য স্টাফ যেমন মানি ভাই , রবিন ভাই , সাঈদ, রাতুল ,আরও অন্যান্য যার তখন এর সাথে যুক্ত ছিল সবার সাথে বেশ ভালো খাতির জমে ওঠায় আমি নিয়মিত ব্যাবহার কারী হয়ে গেলাম । মূলত এই ক্যাফে টি আমার অনেক পরীক্ষা নীরিক্ষার কাজে বেশ ভালো সহযোগিতা করেছে । এখানে আমি ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করেছি অনেক কম মূল্যে । এমনকি ইন্টারনেট থেকে পাওয়া ফ্রি সফটওয়্যার গুলো নামিয়ে তা ইনষ্টল করে ব্যাবহার করে দেখেছি । এ ব্যাপারে ওরা অনেক সহযোগিতা করেছে আমাকে । তবে দু:খের কথা আমি রাজশাহী ছাড়লাম ডিসেম্বরে আর ব্যবস্থাপনার দুর্বলতায় ক্যাফে বন্ধ হয়ে গেল ২৬ শে নভেম্বর । খুব খারাপ লাগছিল সেদিন । চোখের সামনে বন্ধ হয়ে গেল একটা চালু স্ইবার ক্যাফে । তবে এখনও শওকতের সাথে যোগাযোগ হয় ফোনে ।

মূলত: বাংলায় তথ্য প্রযুক্তি ব্যাবহারের সেই শুরুটা আমার হয়েছিল ২০০১ সালে । কম্পিউটার টুমরো , জগত এরা বেশ জাকিঁয়ে তুলেছিল ব্যাপারটা । আর আমিও একজন নগন্য সাধারণ ব্যাবহারকারী হিসাবে শুরু করলাম পথ চলা ।

কিভাবে যে করি ?

হাসিন একটা ইউনিকোড ভিত্তিক বাংলা ইনপুটের জন্য জাভা স্ক্রীপ্ট তৈরী করেছে । আমার কাছে বেশ ভালোই লাগল ভাবছি এই স্ক্রীপ্ট টাকে আমার Blogger টেমপ্লেটে যুক্ত করতে চাই । যাতে আমাকে বাংলা পোষ্ট করতে বা দর্শকদের বাংলায় মন্তব্য করতে অন্য কোন সফটওয়্যারের উপর নির্ভরশীল গতে না হয় । মানে আমি চাইছি পুরো সুবিধা টা বিল্ট ইন হয়ে থাকুক । দেখি হাসিন কে জিজ্ঞাসা করে কোথায় কোথায় কোড Edit করতে হবে !!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, August 30, 2006

আমি আজ আনন্দিত

আজ আমি খুবই আনন্দিত । কারণ অমিক্রণ ল্যাব আমাকে এই তথ্য জানিয়েছে ........

Somewhere in toolbar for MS word

বাংলা ব্লগিং প্লাটফর্ম হিসাবে www.somewhereinblog.net এবং www.somewhereinforum.net/forum.php বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই বলা যায় একে নিয়ে আমার পরিকল্পনার গন্ডি বেড়ে চলেছে। আরও বাড়ছে প্রত্যাশা । আর এজন্য বেড়ে যাচ্ছে খরচ (সাইবার ক্যাফেটার ইনকাম ও বাড়ছে এই সুবাদে ) ।এজন্য খরচ বাচানোর প্রক্রিয়ায় উদ্ভব এই মহা (!!!) পরিকল্পনার ।
এখানে বিস্তারিত

Friday, August 25, 2006

নতুন কিছু চাই একটা নতুন কিছু চাই..!

আমি প্রায় ৪/৫ বছর থেকে অভ্র ব্যাবহার করছি ৷ আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাকে প্রায়ই সাইবার ক্যাফেতে যেতে হয় ৷ ঝামেলা টা এখানেই ৷ নিজের কম্পিউটারে ইচ্ছেমত কনফিগার করা যায় কিন্তু সাইবার ক্যাফেগুলো তো আমাকে এত সুযোগ দেয় না, তাই এই পরিকল্পনা ৷
ব্যাপারটা হলো একধরণের টুলবার টাইপের যা শুধুমাত্র ,আবার বলছি শুধুমাত্র ইন্টারনেটে বাংলা ব্যাবহারের জন্য লাগবে .....

বিস্তারিত...

Indic IME for Firefox

মোজিলা ফায়ার ফক্সের জন্য ভারতীয় বিভিন্ন ভাষার ইনপুট সিস্টেম ..

বৈশিষ্ট্য সমূহ :
1. Changed the look and feel of the extension
2. The extension is enabled on right-click popup
and under Tools menu
3. Added support for Sinhala script.
4. The keyboard mappings are read from a map file
wx.properties and inscript.properties.
5. Added Indic IME usage under the help menu in
the extension.

লিংক এখানে :
https://addons.mozilla.org/firefox/2573/

একের মধ্যে বহু

একের মধ্যে বহু................................






Wednesday, August 23, 2006

অফুরন্ত জায়গা


আপনার কি জায়গার অভাব দেখা দিয়েছে ? অনলাইন স্টোরেজ সংকট ???

www.box.net দিচ্ছে এরকম অফার !!!!!!!!!!!! বিনামূল্যে ১ গিগাবাইটের জায়গা । ইচ্ছে করলে শেয়ার করা যেতে পারে বন্ধু দের সাথে

Monday, August 21, 2006

আজ আমার দারূন খুশীর দিন


আজ আমার দারুণ খুশীর দিন । আমার একটা ছোট্ট পরিকল্পনা ছিল যা হাসিন হায়দার বাস্তবায়িত করে তুলেছেন । আমি সত্যি সত্যি খুবই আনন্দিত জয়তু হাসিন বাংলায় এরকম ফোরাম এই প্রথম । তবে www.omicronlab.com/forum এ একটা অংশে বাংলা থ্রেড ব্যবহৃত হলেও সম্পূর্ণ ইন্টারফেস এমন বাংলা ছিল না। তবে যারা বিজয় ব্যাবহার করেন তাদের জন্য এটা ব্যাবহার করা সহজ । আর যারা আমার মত অভ্র ব্যাবহার করেন তারা বরং ফোনেটিক টা ব্যবহার করে বেশ আরাম পাবেন বলে আমি মনে করি।
তবে এই প্রয়াস কে আমি অকুন্ঠ সংবর্ধনা জানাই । ধন্যবাদ হাসিন হায়দার ।