Tuesday, October 31, 2006

যেভাবে পড়ি ব্লগ গুলো



এক সাথে আমি বেশ কয়েকটা বাংলা ব্লগে চোখ বুলিয়ে নিই একঝলকে। তার জন্য অবশ্য আমাকে প্রত্যেকটা ব্লগের ঠিকানা অ্যাড্রেসবারে টাইপ করতে হয় না। ফলে সময় বাঁচিয়ে কাজ সারা যায়। আমি যেহেতু সাইবার ক্যাফে থেকে ব্লগিং করি আর তাই অন্যদের ব্লগ গুলো যদি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখতে হয় তাহলে প্রচুর সময় লাগবে আর খরচের অংকটাও বাড়তে থাকে । তাই এক নজরে দেখার জন্য এই ব্যাবস্থা ।

মনে হয় গুগল আমাদের মত লোকেদের কথা ভেবে ই এই সেবা দিচ্ছে । গুগল reader এর মাধ্যমে subscribe করে রাখা ব্লগ গুলো আমি এক ঝলকে দেখে নিই যে সেখানে কোন নতুন পোস্ট আছে কি না। এমনকি থাকলে ব্লগটাও পড়া যায় এখান থেকে । আর এটার ইউজার ইন্টারফেসটাও বেশ সহজ সরল। ব্যাবহার করা বেশ easy .


আর এর ঠিকানা হলো www.google.com/reader.

Saturday, October 21, 2006

দিন যায় কথা থাকে

একে একে দিন চলে যায় আর কথা থেকেই যায় । অনেক কথা ।কথার কথা । কত কথা । সামনে ঈদ আসছে ।আনন্দের উৎসব। তার পরও কথা থাকে সবাই কি পাবে সেই আনন্দের ভাগ!! সবাই কি পারবে খুশী হতে !!!!!!!!!!!!তাই দিন চলে যায় আর কথা থেকেই যায়।


আজ দীপাবলী উৎসব অর্থ্যাৎ কালী পূজা । সবাইকে দীপাবলী উৎসবের শুভেচ্ছা।

।।।।তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা ।।।।

Saturday, October 14, 2006

বড়ই আনন্দের

আজ ১৩ই অক্টোবর ২০০৬। বাংলাদেশী দের জন্য তথা বাঙালীদের জন্য বেশ আনন্দের খবর যে ড. মুহাম্মদ ইউনুস এবঙ তার গ্রামীণ ব্যাংক যৌথ ভাবে নোবেল শান্তি পুরস্কারে ভুষিত হয়েছেন।অভিনন্দন ড,ইউনুস।

Friday, October 13, 2006

আহা কি আনন্দ আকাশে বাতাসে

আহা কি আনন্দ আকাশে বাতাসে । আজ ১৩ই অক্টোবর ২০০৬। নোবেল পেলেন ড. ইউনুস; আর আমি পেলাম ঢাকা শিশু হাসপাতালে স্নাতকোত্তর কোর্সে পড়ার সুযোগ।

Thursday, October 12, 2006

আমার একটা ব্লগ ছিলো...জানলো না তো কেউ

পমআমার একটা ব্লগ ছিলো।নাম ছিল নীরবতা । ঠিকানা ছিল http://nirobota.blogspot.com. তখন কেবল মাত্র ব্লগিং শিখছি । সময়টা বোধ হয় ২০০২ এর শেষ কিংবা ২০০৩ এর শুরু। অভ্র এসে গেছে। তাই বাংলায় ব্লগিং করি । টুকিটাকি কথা লিখি । এরপর একদিন template নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে কেমন করে যেন সব পোস্ট মুছে ফেললাম । তখনও blogger beta আসেনি। আর আমিও রাখিনি কোন ব্যাক্আপ। আর তারপর মেজাজ এতো খারাপ হলো যে ব্লগটাই মুছে ফেললাম। তখনও জানি না কি ক্ষতি করে ফেললাম। তখন আর জানা ছিল না যে ওই নামের ব্লগটা আমি হারিয়ে ফেললাম চিরতরে। পরে যখন বুঝলাম ততদিনে সেটা দখল হয়ে গেছে। তাই আর কি করা আবার নতুন করে শূরু হলো খেরোখাতার সূচনা।