Saturday, July 22, 2006

FORENSICON 2006

বেশ অনেক কয়েকটা বছর পর FORENSICON 2006 অনুষ্ঠিত হলো।মূলত Bangladesh Medicoegal Society এর উদ্যোগে এই conference হয়ে থাকে । চিকিৎসা সংক্রান্ত পেশার মধ্যে এটি সবচেয়ে ভয়ংকর । কেন না একে তো জীবিত মানুষের রোগ নির্নয়ে তাদের ভুমিকা নেই , উপরন্তু মৃত্যুর কারণ অনুসন্ধান করতে মাথায় বহন করতে হয় বিভিন্ন মহলের চাপ ।

Thursday, July 13, 2006

বাংলা ব্লগ ফিরে এসেছে

আজ দেখলাম www.bangla-blog.com ফিরে এসেছে। আইডি যাতে হাতছাড়া না হয় সেজন্য লগইন করতে এরর মেসেজ "এই নামে কোন ইউজার নেই "। বোঝ অবস্থা । কি আর করা আবার নতুন করে রেজিষ্ট্রেশন করলাম । এখন ঠিকানা আমার শুভ্র'র খেরোখাতা । তবে পোষ্টিং শুরু করি নি।যদি আবার সব হারিয়ে যায়।তবে ভাবছি মেঘদূতের অনুবাদ শেষে এরা এটাকে ব্যাবহার করবে কিনা। তাহলে আমার জন্য বেশ ভালো হয়। এডমিন প্যানেল বা বাটন গুলো বাংলা হরফে দেখব । কি মজা। না!!!!!।

শিমুর গায়ে হলুদ

গতকাল শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল ।বন্ধুদের মধ্যে আমি ,রাশেদ আর ওবায়দুর গিয়েছিলাম।
আর বান্ধবীদের মধ্যে কেবল মনি, শিমুর প্রায় ৬বছরের রুমমেট এবং কলিগ। কান্তা ফোন করেছিল । প্রচন্ড জ্বর থাকায় ও আসতে পারেনি ।
১৪ই জুলাই বিয়ে ..উত্তরার sea shell. এখনকার সময়ের এধরণের অনুষ্ঠানে আমরা বন্ধুরা পরষ্পরকে বেশ মিস করছি। কেননা এখন ওরা সবাই, আমরা প্রত্যেকেই নিজের নিজের বাণিজ্যিক কাজে ব্যস্ত হয়ে পড়েছি । মাম উন তো বেশ রাগ করেছিল ।রুমমেট হয়েও ওর বিয়েতে না যেতে পারায়।

রেজাল্ট হলো

রেজাল্ট হলো । আমি সাইবার ক্যাফেতে বসে বসে FCPS part1 এর রেজাল্ট দেখলাম।আমার জন্য তেমন আশাব্যঞ্জক নয়। পরবর্তী টার্মের জন্য ব্যাপক চেষ্টা চালাতে হ বে বুঝতে পারলাম। তবে আশার কথা হলো আমাদের মধ্যে থেকে আমার রুমমেট মামুন Qualify করেছে Medicine. আমরা অবশ্য আড়ালে বলি যার Intercourse (মানে মামুন সদ্যবিবাহিত কি না) হয় তার কোর্স ও হয় । :) :) তবে হ্যাঁ শুধু পরিশ্রমই নয় পড়াশোনার ও যথেষ্ট গুরুত্ব দিতে হবে এই পোষ্ট গ্রাজুয়েট লেভেলে এসে।

Sunday, July 09, 2006

বাংলা ব্লগ

সেদিন গুগলে কি যেন খুঁজছিলাম। পেয়ে গেলাম এই সাইট টা । নাম বাংলা ব্লগ ।WordPress দিয়ে তৈরী।আমি আবার ইতিমধ্যে Wordp ress এর বাংলা অনুবাদ করতে লেগে গিয়েছি। তো বাংলা ব্লগে একাউন্ট খুলে দুটো নতুন পোষ্ট করলাম। তারপর কয়েকদিন বাদে দেখি সাইট অফলাইনে চলে গেছে। হায় হায় আমার পোষ্ট!!!!!!!!!!!!!!!! রিকভার করি কেমনে?

Thursday, July 06, 2006

আজ দ্বিতীয় পরীক্ষা

আজ আমার এফ,সি,পি,এস প্রথম পর্বের দ্বিতীয় পরীক্ষা ছিল । ৩য় পত্র ।হরতালের জন্য সব উল্টাপাল্টা হয়ে গেল।
বেশ ভালোইতো মনে হয় পরীক্ষা দিলাম। তবে শুনেছি ২য় পত্র মানে physiology question নাকি বেশ কঠিন হয় ।দেখা যাক কি আছে কপালে। হলে হবে না হলে নাই । আবার চেষ্টা ৬ মাসের বিরতি তে । আর এভাবেই চলতে থাকবে chance না পাওয়া পর্যন্ত। কি বিরক্তিকর এই ডাক্তারজীবন ।