Monday, June 11, 2007

মজায় আছি!!

আমি বেশ মজায় আছি অভ্র পোর্টেবল পেয়ে। যেটা অনেক দিন আগে থেকেই দরকার ছিল। এখন আমার বাংলা লেখার জন্য পিসি নিভর্রতা কমল । আরও ভালো ব্যাপার হলো এটাকে সরাসরি পোর্টেবলঅ্যাপস্ এর সাথেও ব্যবহার করতে পারছি। এই জন্য যে ট্রিকস সেটির জন্য ধন্যবাদ বাংলাভাই ওরফে রিফাতকে।খুবই সহজ একটা ট্রিকস। অভ্র পোর্টেবল এর পুরো ফোল্ডারটিকে পোর্টেবল অ্যাপস্‌ ফোল্ডারে নিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর PortableApps start > Options> Refresh App Icons. ব্যস কাজ শেষ।

এখন আর আমাকে সাইবার ক্যাফেতে প্রত্যেকবার ডাউনলোড করতে হয় না আভ্র স্ট্যান্ডার্ড এর ৭ মে.বা.ফাইল।