Thursday, August 31, 2006
তথ্যপ্রযুক্তির পথে পথ চলা
সেই ১৯৯৮ সালে হাতে খড়ি কম্পিউটারে । তখন কেবল শিখছি চালু করা বন্ধ করা , টুকটাক লেখালেখি ইত্যাদি । বাংলা লেখার জন্য বিজয় শিখেছি কারণ এটাই তখন সবচেয়ে জনপ্রিয় । তখন মাঝে মাঝে মনে হতো এই যে উইন্ডোজ ব্যাবহার করি এর সব মেনু সব কিছু english এ । ঈশ এগুলো যদি বাংলায় দেখতে পেতাম !!!!!!!!! তখনও রাজশাহী তে ইন্টারনেট সুলভ হয়নি । অন্তত: আমার নাগালের মধ্যে আসেনি । সন্ধানীর অফিস রুমে রাখা সেই AMD K6 450Mhz প্রসেসরের ক্মপিউটার দিয়ে যাত্রা শুরু করি । তখন ফার্ষ্ট ইয়ার ; সবচেয়ে জুনিয়র তাই যখন খুশী তখন কম্পিউটার রুমের চাবি নিয়ে একা একা ভ্রমন করতে থাকি সিলিকন জগতে ।
এরপর রাজশাহীতে ইন্টারনেট এলো ২ টাকা মিনিট !!!!!! ঘন্টা ১২০ টাকা । মাথায় হাত । একদিন গেলাম সাহেব বাজারের chartered computer এ । yahoo এর সাইট খুলে অধীর আগ্রহে বসে আছি ... কত সময় যে লাগে লোড হতে!!!!!!!!!!!!!!!!১১ একটা ইমেইল একাউন্ট খুলে ফেললাম । বাপরে !! বিল দিতে গিয়ে দেখি ইতিমধ্যে আমার বিল হয়েছে ১২০ টাকা । বুঝলাম এখনও সময় হয়নি । আরও ৩ মাস কেটে গেল তখন আনন্দ মাল্টিমিডিয়ার রেজা ভাই রাজশাহী শাখা নিউমার্কেটের কাছেই একটা সাইবার ক্যাফে খুললেন .. ঘন্টা প্রতি ৪৫ টাকা করে । এবার মনে হলো কিছুটা হাতের নাগালে .... তারপর ধীরে ধীরে লক্ষীপুর মোড়ে কম্পিউটার ওয়ার্ল্ড নিয়ে এলো ৩০টাকা ...সহ্য সীমার মধ্যে । তাছাড়া আমার যাতায়ত খরচ ও কমে এল । আরও পরে উপশহরে একটা ক্যাফে নিয়ে এল ১৫ টাকা/ঘন্টা । আবার দৌড়ালাম সেখানে । ২০০২ এ লক্ষীপুর মোড়ে এল বি.কে সাইবার ক্যাফে । ততদিনে রাজশাহীতে ব্রডব্যান্ড নাচানাচি করছে । মানে ওই কেবল আর কি । তবুও ডায়াল আপ থেকে তো মুক্তি ।
এর পর বি,কে এর শওকত এবং অন্যান্য স্টাফ যেমন মানি ভাই , রবিন ভাই , সাঈদ, রাতুল ,আরও অন্যান্য যার তখন এর সাথে যুক্ত ছিল সবার সাথে বেশ ভালো খাতির জমে ওঠায় আমি নিয়মিত ব্যাবহার কারী হয়ে গেলাম । মূলত এই ক্যাফে টি আমার অনেক পরীক্ষা নীরিক্ষার কাজে বেশ ভালো সহযোগিতা করেছে । এখানে আমি ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করেছি অনেক কম মূল্যে । এমনকি ইন্টারনেট থেকে পাওয়া ফ্রি সফটওয়্যার গুলো নামিয়ে তা ইনষ্টল করে ব্যাবহার করে দেখেছি । এ ব্যাপারে ওরা অনেক সহযোগিতা করেছে আমাকে । তবে দু:খের কথা আমি রাজশাহী ছাড়লাম ডিসেম্বরে আর ব্যবস্থাপনার দুর্বলতায় ক্যাফে বন্ধ হয়ে গেল ২৬ শে নভেম্বর । খুব খারাপ লাগছিল সেদিন । চোখের সামনে বন্ধ হয়ে গেল একটা চালু স্ইবার ক্যাফে । তবে এখনও শওকতের সাথে যোগাযোগ হয় ফোনে ।
মূলত: বাংলায় তথ্য প্রযুক্তি ব্যাবহারের সেই শুরুটা আমার হয়েছিল ২০০১ সালে । কম্পিউটার টুমরো , জগত এরা বেশ জাকিঁয়ে তুলেছিল ব্যাপারটা । আর আমিও একজন নগন্য সাধারণ ব্যাবহারকারী হিসাবে শুরু করলাম পথ চলা ।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Thursday, August 31, 2006
আখ্যা (লেবেল)
তথ্যপ্রযুক্তি,
ব্যাক্তিগত
কিভাবে যে করি ?
হাসিন একটা ইউনিকোড ভিত্তিক বাংলা ইনপুটের জন্য জাভা স্ক্রীপ্ট তৈরী করেছে । আমার কাছে বেশ ভালোই লাগল ভাবছি এই স্ক্রীপ্ট টাকে আমার Blogger টেমপ্লেটে যুক্ত করতে চাই । যাতে আমাকে বাংলা পোষ্ট করতে বা দর্শকদের বাংলায় মন্তব্য করতে অন্য কোন সফটওয়্যারের উপর নির্ভরশীল গতে না হয় । মানে আমি চাইছি পুরো সুবিধা টা বিল্ট ইন হয়ে থাকুক । দেখি হাসিন কে জিজ্ঞাসা করে কোথায় কোথায় কোড Edit করতে হবে !!!!!!!!!!!!!!!!!!!!!
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Thursday, August 31, 2006
2
টি মন্তব্য
Wednesday, August 30, 2006
আমি আজ আনন্দিত
আজ আমি খুবই আনন্দিত । কারণ অমিক্রণ ল্যাব আমাকে এই তথ্য জানিয়েছে ........
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Wednesday, August 30, 2006
0
টি মন্তব্য
Somewhere in toolbar for MS word
বাংলা ব্লগিং প্লাটফর্ম হিসাবে www.somewhereinblog.net এবং www.somewhereinforum.net/forum.php বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই বলা যায় একে নিয়ে আমার পরিকল্পনার গন্ডি বেড়ে চলেছে। আরও বাড়ছে প্রত্যাশা । আর এজন্য বেড়ে যাচ্ছে খরচ (সাইবার ক্যাফেটার ইনকাম ও বাড়ছে এই সুবাদে ) ।এজন্য খরচ বাচানোর প্রক্রিয়ায় উদ্ভব এই মহা (!!!) পরিকল্পনার ।
এখানে বিস্তারিত
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Wednesday, August 30, 2006
0
টি মন্তব্য
Friday, August 25, 2006
নতুন কিছু চাই একটা নতুন কিছু চাই..!
আমি প্রায় ৪/৫ বছর থেকে অভ্র ব্যাবহার করছি ৷ আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাকে প্রায়ই সাইবার ক্যাফেতে যেতে হয় ৷ ঝামেলা টা এখানেই ৷ নিজের কম্পিউটারে ইচ্ছেমত কনফিগার করা যায় কিন্তু সাইবার ক্যাফেগুলো তো আমাকে এত সুযোগ দেয় না, তাই এই পরিকল্পনা ৷
ব্যাপারটা হলো একধরণের টুলবার টাইপের যা শুধুমাত্র ,আবার বলছি শুধুমাত্র ইন্টারনেটে বাংলা ব্যাবহারের জন্য লাগবে .....
বিস্তারিত...
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Friday, August 25, 2006
0
টি মন্তব্য
Indic IME for Firefox
মোজিলা ফায়ার ফক্সের জন্য ভারতীয় বিভিন্ন ভাষার ইনপুট সিস্টেম ..
বৈশিষ্ট্য সমূহ :
1. Changed the look and feel of the extension
2. The extension is enabled on right-click popup
and under Tools menu
3. Added support for Sinhala script.
4. The keyboard mappings are read from a map file
wx.properties and inscript.properties.
5. Added Indic IME usage under the help menu in
the extension.
লিংক এখানে :
https://addons.mozilla.org/firefox/2573/
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Friday, August 25, 2006
0
টি মন্তব্য
Wednesday, August 23, 2006
অফুরন্ত জায়গা
আপনার কি জায়গার অভাব দেখা দিয়েছে ? অনলাইন স্টোরেজ সংকট ???
www.box.net দিচ্ছে এরকম অফার !!!!!!!!!!!! বিনামূল্যে ১ গিগাবাইটের জায়গা । ইচ্ছে করলে শেয়ার করা যেতে পারে বন্ধু দের সাথে
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Wednesday, August 23, 2006
0
টি মন্তব্য
Monday, August 21, 2006
আজ আমার দারূন খুশীর দিন
আজ আমার দারুণ খুশীর দিন । আমার একটা ছোট্ট পরিকল্পনা ছিল যা হাসিন হায়দার বাস্তবায়িত করে তুলেছেন । আমি সত্যি সত্যি খুবই আনন্দিত জয়তু হাসিন । বাংলায় এরকম ফোরাম এই প্রথম । তবে www.omicronlab.com/forum এ একটা অংশে বাংলা থ্রেড ব্যবহৃত হলেও সম্পূর্ণ ইন্টারফেস এমন বাংলা ছিল না। তবে যারা বিজয় ব্যাবহার করেন তাদের জন্য এটা ব্যাবহার করা সহজ । আর যারা আমার মত অভ্র ব্যাবহার করেন তারা বরং ফোনেটিক টা ব্যবহার করে বেশ আরাম পাবেন বলে আমি মনে করি।
তবে এই প্রয়াস কে আমি অকুন্ঠ সংবর্ধনা জানাই । ধন্যবাদ হাসিন হায়দার ।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Monday, August 21, 2006
3
টি মন্তব্য