আমার ফোরাম
আজ আমি আমার নিজের সাইটে একটা ফোরাম host করলাম। ফোরামটা punbb দিয়ে তৈরী । একটু ঢুঁ মারবেন না কি কেউ?
এই হলো তার ঠিকানা:
http://shuvro.1111mb.com/forum
এই হল মোর খেরো খাতা ইচ্ছে হলেই লিখি যা তা।
আজ আমি আমার নিজের সাইটে একটা ফোরাম host করলাম। ফোরামটা punbb দিয়ে তৈরী । একটু ঢুঁ মারবেন না কি কেউ?
এই হলো তার ঠিকানা:
http://shuvro.1111mb.com/forum
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Thursday, November 30, 2006
1 টি মন্তব্য
যা আশংকা করছিলাম তা বুঝি এবার সত্যি হতে চলল। কয়েকদিন আগে বলেছিলাম যে খুব খুশী হয়েছি: আর এখন বলছি্এটাই বাংলাদেশী রীতি । এখন স্পীড শূণ্যের কোঠায়।
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Saturday, November 25, 2006
0
টি মন্তব্য
আজ আমার মন ভালো নেই । কারণ জানি না। আজ সকাল থেকে কেন যেন কেমন লাগছে। কিছুতে মন বসাতে পারছি না। কোন কাজই ভালো লাগছে না। মাঝে মাঝে এমন হয় ; কিন্তু বেশীক্ষণ থাকে না। আজকের ব্যাপারটা অন্যরকম। না কি আমি পরশ্রীকাতর !!!!!!!!
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Friday, November 10, 2006
0
টি মন্তব্য
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Wednesday, November 08, 2006
0
টি মন্তব্য
আজ আমি খুব খুশী । আজ বেশ ভালো স্পীড পেলাম অবশ্য ভর দুপুরে । গত কয়েকদিনের বিরক্তি ঝেরে ফেলতে পারলাম।আজ এই মুহূর্তে
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Tuesday, November 07, 2006
0
টি মন্তব্য
দারুণ আশা নিয়ে yahoo mail BETA তে রূপান্তর করেছিলাম । ভেবেছিলাম ব্রডব্যান্ড তো পাচ্ছি যেহেতু সাবমেরিন কেবলে আমরা সংযুক্ত হয়ে গিয়েছি । তখন কি আর জানা ছিল এর নাম বাংলাদেশ। আশার বাণী শুনেই আশান্বিত হওয়া যায় না।আর এখন তো অবষ্থা এমন না পারি গিলতে না পারি উগরাতে। কয়েক দিন ধরে ইন্টারনেট স্পীড এত এত কমে গেছে যে ৩মিনিটের কাজ সারতে ১ ঘন্টা লাগে। এখন না পারছি ইয়াহু মেইলকে আগের ভার্সনে ফিরিয়ে আনতে না পারছি নতুন কওন মেইল পড়তে । যন্ত্রণার একশেষ। কি জানি এটা আবার আমাদের দেশের প্রাক্তন সরকার আর প্রাক্তন বিরোধী দলগুলোর ষড়যন্ত্র কি না। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পোষ্ট করেছেন
শুভ্র প্রকাশ পাল
এই সময়ে
Saturday, November 04, 2006
1 টি মন্তব্য