অভ্র সমালোচনা
আমার অন্যতম প্রিয় বাংলা সফটওয়্যার অভ্র। সেই ২.২ ভার্সন থেকে ব্যাবহার করে আসছি। প্রথমে সুত্র ছিল অধুনালুপ্ত কম্পিউটার জগতে র এক প্রতিবেদন থেকে। তখন ওই পত্রিকার সিডিতে পেয়েছিলাম ০.৯ ভার্সন। কেবল বিজয় শিখছি নতুন ব্যাবহারকারী হিসাবে কম্পিউটার শিখছি। কেন যেন বিজয় ছেড়ে অভ্র ভালো লেগে গেল।স্বীকার করতে দোষ নেই অঅঅঅঅঅঅঅঅঅষাধারণ একটা কাজ করেছিল মেহেদী হাসান নটরডেম কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তারপর সেই যে শুরু আর থামাথামি নেই।
অমিক্রণ ল্যাবের সাপোর্ট ফোরামে ব্যাবহারকারীদের ফিচার আব্দারের যন্ত্রণায় অভ্র তে বিশাল বিশাল সব ফিচার যোগ হয়েছে প্রতিটা ভার্সনে। কেউ বলছে এটা চাই , ওটা নাই কেন..ইত্যাদি আর অভ্র টিম বসে বসে সেই ফিচার যোগ করে চলেছে। কেউ ভেবে দেখছে না বিনামূল্যের এই পণ্যের জন্য সে কিভাবে খাটছে ।
ফোরামে চাহিদা পেশ করেই ব্যাবহার কারীরা খালাস আর চিন্তা শুরু অভ্র টিমের।
একন এই ৪.৫.১ ভার্সনে যত গুলো ফিচার আছে .. আমি বুকে হাত দিয়ে বলতে পারি বেশীরভাগ লোকেরই এগুলো দরকার হয় না।
তাই উচিৎ রাশ টেনে ধরা । এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে (তাতে অবশ্য নতুন কোন চমৎকার আইডিয়া থাকতেই পারে।)। অবশ্য একজন ডেভেলাপারের দৃষ্টিকোণ থেকে সেটা মোটেই সহনীয় নয়। তাই আমার মনে হয় এখন স্কীন এবং আনুসঙ্গিক বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ। আবার ডাউনলোডের ক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে বেছে নেওয়ার সুযোগ থাকাটা। যেমন আমার শুধু ইউনিবিজয় লেআউট হলেই চলে , সুতরাং আমার ন্যাশনাল ,বর্ণনা, অভ্র ইজি ,ফোনেটিক এগুলো দরকার নেই। তারচেয়ে বরং কনভার্টারটা থাকাটা বেশী জরুরী। সুতরাং এমনটা করা যেতে প্রোডাক্ট প্যাকেজিং এর সময় এই অপশনগুলো ব্যাবহারকারী বেছে নেবে ফলে ডাউনলোডের সাইজটাও সাইজ হয়ে যাবে …{(এভাবে আব্দার পূরণ করা আর বেশী দরকার নেই।যত দিতে থাকবেন চাহিদা বাড়তেই থাকবে) — স্ববিরোধিতা নয় তো!!}