Wednesday, September 27, 2006

সম্পাদনা

আজ আমার ব্লগে ছুরি-কাঁচি চালিয়ে নতুন অনেক কিছু যোগ করলাম। এখন মনে হচ্ছে খিচুড়ি পাকিয়ে তাল গোল হয়ে গেছে। আর সাইট টাও কেমন যেন ভারী ভারী লাগছে । আর পারব না বাপু পুরোনো অবস্থায় ফিরিয়ে নিতে। থাক না এমন জবড় জং অবস্থায়।!!!

Monday, September 18, 2006

কাকতালীয় ।!!!!!!!!!!!!!!!!!!!

আজ সকালে বেশ কাকতালীয় একটা ব্যপার ঘটে গেল। জিমেইলে ঢুকে মেইল চেক করতে করতে সাকিব কে অনলাইনে পেয়ে গেলাম। ওর সাথে আড্ডা দিতে দিতে খোঁজ পেলাম ডকুমেন্ট কনভটর্টারের ।যেটি কিনা বৈশাখী থেকে বিজয় আর ইউনিকোডে লেখা convert করা যাবে । এর ঠিকানা হলো:
http://www.banglacomputing.net/

  1. বৈশাখী থেকে বিজয়ের জন্য
    http://converter.banglacomputing.net/convertBoi2Bij.php
  2. বৈশাখী থেকে ইউনিকোডের জন্য http://converter.banglacomputing.net/convertBoi2Uni.php

কিছুক্ষনের মধ্যে অমিক্রণ ল্যাবের ফোরামে দেখলাম ঘোষণা ঝুলছে converter নিয়ে ।

দেখলাম যে অভ্র নিয়ে এসেছে অনেক সুবিধা । প্রায় সব ধরণের বাংলা সফটওয়্যার থেকেই ডকুমেন্ট convert করা যাবে । আর বলাই বাহুল্য যে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যের ।আর এর ডাউনলোড লিংক হলো এখানে

তবে এ আনন্দ পেতে বড় কষ্ট হয়েছে বাংলাদেশী typical বিদ্যুৎ বিভ্রাটের জন্য। যা হোক download করলাম । এবার দেখি ব্যাবহার করে ।

ধন্যবাদ অমিক্রণ ল্যাব অনেক প্রত্যাশা পূরণের জন্য।

ধন্যবাদ সাকিব কে ও ।

Wednesday, September 13, 2006

মোবাইল টিপস্

গ্রামীণ ফোন আমার easy prepaid এ Easy Gold এর সুযোগ সুবিধা দেওয়াতে আমার মোবাইল থেকে এখন ISD,NWD আর LOCAL TNT কল করা যায় । তাই ভয়ে আছি কখন কে আমার অজ্ঞাতসারে একাউন্ট খালি করে দেয় !!! তাই আশ্রয় নিলাম Call Barring এর ।

CALL BARRING:

Call Barring আপনাকে SIM থেকে কল প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে বেশ নিরাপত্তা দেয়।
Call Barring সাধারণত: ৩ (তিন) ধরণের:


১. BAR ALL OUTGOING INTERNATIONAL CALLS: কোন ISD কল করা যাবে না।
২.BAR ALL OUTGOING CALLS: মোবাইল থেকে কোন কলই করা যাবে না।
৩. BAR ALL INCOMING CALLS: মোবাইলে কোন কল রিসিভ (গ্রহণ )করা যাবে না।

BAR ALL OUTGOING INTERNATIONAL CALLS

  • Activate * 331 * Password # SEND
  • Cancel # 331 * Password # SEND
  • Status * # 331 # SEND

BAR ALL OUTGOING CALLS

  • Activate * 33 * Password # SEND
  • Cancel # 33 * Password # SEND
  • Status * # 33 # SEND

BAR ALL INCOMING CALLS

  • Activate * 35 * Password # SEND
  • Cancel # 35 * Password # SEND
  • Status * # 35 # SEND

পাসওয়ার্ড : পাসওয়ার্ড সাধারণত : কমপক্ষে ৪ (চার) ডিজিটের হয় । ডিফল্ট পাস ওয়ার্ডের মান " ০০০০ "(০০০০০)
পাসওয়ার্ড বদল করতে :

* * 03 * 330 * পুরাতন পাসওয়ার্ড * নতুন পাসওয়ার্ড * নতুন পাসওয়ার্ড আর একবার#SEND

আরও জানতে লাফ দিন এখানে ......


Thursday, September 07, 2006

গুগলের আজ ৮ম জন্মদিন

আজ গুগলের ৮ম জন্মদিন।
এসো কেক কাটি।
http://googlified.com/

Sunday, September 03, 2006

কি করছি এখন ?

কি করছি এখন ? কিচ্ছু না । ৩১শে আগষ্ট ব্লগ দিবস গেল । কিছুই লিখলাম না । মাঝে মাঝে এমন আলসে হয়ে পড়ি যে কিছু লিখতে ইচ্ছা হয় না। তারপর উপর এখন নাকি আমার " হতাশ সময়" যাচ্ছে । কারণ টা ধরতে পারছি না ।পারলে হয়তো সমাধঅন বের করে ফেলতে পারব । যেতে দাও । সুদিন আসবেই । সেই অপেক্ষায় বসে দিন গুনি ।