Wednesday, October 10, 2007

উৎসবের সমারোহ

এবারের শরৎকাল টা বেশ আনন্দের ।এই শরতে দুই টা উৎসব একসাথে এসে হাজির। ২ দিন পরেই ঈদ আর তার এক সপ্তাহ পরেই দূর্গা পূজা । মনে হয় এরকম উৎসবের সহাবস্থান বেশ কমই এসেছে।
সবাইকে শুভেচ্ছা এই দুই উৎসবের।